নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ঘর পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ।
রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় একটি লাইব্রেরীতে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফের আরবী হরফে (শব্দ) আগুনের স্পর্শ লাগেনি। ধর্মপ্রাণ মুসলমানরা ভিড় জমিয়ে ওই কোরআন শরীফ দেখছেন।
শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান বলেন, পবিত্র কোরআন আল্লাহ বানী। এটি রক্ষা করার দায়িত্ব আল্লাহর। আগুন থেকে রক্ষ পায়নি দোকান মূল্যবান জিনিসপত্র সেখানে একটি লাইব্রেরীতে থাকা বেশ কিছু পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাঁর কুদরতি হাত দিয়ে রক্ষা করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় পৌর মার্কেটের একটি কনফেকশনারী দোকানে আগরবাতির আগুন থেকে সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় বিদ্যুতের তারে। ফলে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
স্থানীয়লোকজনের সহযোগীতায় শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড়ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আটটি দোকানের সর্বস্থ পুড়ে ছাই। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আটটি দোকানে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj