রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সরকারের অগ্রাধিকার কর্মসূচীর অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনার অর্ন্তভূক্ত সকল প্রদত্ত সেবাকে আনুষ্ঠানিক ডিজিটাইজেশন করার উদ্যোগ নেয়া উপলক্ষে বুধবার সকালে হবিগঞ্জে ‘ই-নামজারী সিস্টেম’ শীর্ষক এক পরিচিতি মূলক (ব্রিফিং) সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক প্রচার ও অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ওই পদ্ধতি চালু করার প্রত্যয় নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা, সদর এবং সংশ্লিস্ট ভুমি অফিস এর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা।
এসময় বিশেষ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এমরান হোসেন, বিজ্ঞ এডিএম মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, টি, এম আজহারুল ইসলাম, সদর এ্যসিল্যান্ড বিজন কুমার সিংহ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বাংলাভিশন প্রতিনিধি মোঃ নাহিজ, দৈনিক প্রথম আলোর সম্পাদক হাফিজুর রহমান নিয়ন, জনতার দলিল সম্পাদক আশরাফ উদ্দিন মামুন ও এম এস অনলাইন এর স্বত্তাধিকারী ও সংশ্লিষ্ট ই-সিস্টেম বিশেষজ্ঞ সাইঠুদ্দিন জাবেদ ও লীজা প্রমুখ।
জেলা প্রশাসক মনীষ চাকমা, সদর ইউএনও আজহারুল ইসলাম ও সদর এ্যাসিল্যান্ড বিজন কুমার সিংহ জনকন্ঠকে বলেছেন, জনগণকে ডিজিটাল পদ্ধতিতে আরও নিখুঁত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ভূমি সংস্কার বোর্ড এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রত্যক্ষ সহযোগিতায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিক ‘ই-নামজারী সেবা’ চালু করা হবে। আর এই সিস্টেমে সেবা গ্রহীতারা যেন কোন ধরনের হয়রানী বা উৎকোচ ছাড়া সহজেই সংশ্লিস্ট উপজেলার যে কোন প্রান্ত থেকে নামজারীর আবেদন করতে পারবেন ।
তবে এই সিস্টেম শুরুর দিন থেকে বর্তমান কার্যকর্মের আওতায় পরিচালিত পদ্ধতি আর যেমন কার্যকর হবে না, ঠিক তেমনি সকল নিয়মনীতি অনুসরন করার সাথে সাথে প্রবাসীদের জন্য সময়সীমার ক্ষেত্রে ওই ধরনের সেবার আওতায় বিশেষ প্রধান্য দেয়া হবে। অনুষ্ঠানে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্তিক ইচ্ছেয় ওই ধরনের পদ্ধতি দীর্ঘদিন পর চালু করার উদ্যোগ নেয়াকে সাধুবাদ জানান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জেলা প্রশাসক মনীষ চাকমাও পর্যায়ক্রমে এই সেবা জেলার প্রতিটি উপজেলা-ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেয়ার পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj