বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালসহ ২ জনকে ছুরিকাহত করেছে ছাত্রদল কর্মীরা। আশংকাজনক অবস্থায় হেলালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজ বুধবার আওয়ামীলীগ ও ছাত্রলীগ পৃথক বিক্ষোভ মিছিল করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২২ আগস্ট) সকালে মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজের সামনে ছাত্রলীগ নেতা তগলী গ্রামের বাসিন্দা আমিনুল হকের সাথে ছাত্রদল নেতা বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান সুজনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এ নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিষ্পত্তি করে দেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল মিরপুর বাজারস্থ গণিজাহান কমপ্লেক্সের সামনে কয়েক নেতাকর্মীর সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের কতিপয় নেতকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে হেলালের উপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা হেলালকে উপর্যুপরি ছরিকাঘাতে ক্ষতবিক্ষত করে। এ সময় মিরপুর কলেজ ছাত্রলীগ নেতা আল-আমিনও আহত হন।
গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা হেলাল (২৬) ও আল-আমিন (২০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় মঙ্গলবার রাতেই হেলালকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিলে বুধবার সকালে মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজ একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ দিকে, এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে মিরপুর বাজারে সভাপতি জুনায়েদ মিয়ার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। দুপুরে মিরপুর বাজারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই (উপজেলা চেয়ারম্যান) এর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমন্বয়ে পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলগুলো বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌমুহনীতে অনুষ্ঠিত পথসভায় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে ছাত্রদলের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, পরিস্থতি স্বাভাবিক রাখতে ঘটনার পর থেকে মিরপুর বাজারে অরিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ দ্রুত আসামীদের গ্রেফতার করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj