রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুন প্রজন্মকে রক্ষার্থে সোমবার বিকেলে হবিগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘অভিযাত্রী মানবতার কল্যানে আমরা’ নামক একটি স্বনামধন্য সামাজিক সংগঠন।
মোঃ খালেকুজ্জামান খান সায়েম, মুশফিকুর রহমান তুহিন ও আমিনুল ইসলাম সৌরভের নের্তৃত্বে দুপুর পৌনে ১২ টায় সংশ্লিস্ট সংগঠনের একটি প্রতিনিধি দল ডিসি মনীষ চাকমার অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন এবং একই দিন পৌনে ৩ টার দিকে পুলিশ সুপার বিধান ত্রিপুরার নিকট ওই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন।
এদিকে স্মারকলিপি প্রদানকালে এডিসি মোঃ এমরান ও এসপি বিধান সংশ্লিস্ট সংগঠনের প্রতিনিধিদেরকে মাদকের হবিগঞ্জে বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনার কথা উল্লেখ করে তরুন প্রজন্মের সন্তানদেরকে মাদকের মতো ভয়াবহ আগ্রাসন রোধে জেলার প্রতিটি স্কুল-কলেজে নানা কর্মসূচী গ্রহনের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj