নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলের মুগকান্দি গ্রামে সংঘর্ষে হতাহতের ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলায় ৫৩ জনকে আসামী করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-এ মামলা দু’টি দায়ের করা হয়েছে। গত শনিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে কবির মিয়া লণ্ডনী (৫৫) ও মতিন মিয়া (৫০) নামে দু’ব্যক্তি নিহত ও পুলিশ সহ শতাধিক লোক আহত হয়।
সংঘর্ষের ঘটনার ৬ দিন পর নিহত কবির মিয়া লন্ডনীর বড় ভাই সানু মিয়া লন্ডনী বাদী হয়ে ৩০ জন ও নিহত মতিন মিয়ার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে সাতকাপন ইউপি চেয়ারম্যান জাপা নেতা শাহ আবদাল মিয়াসহ ২৩ জনের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন।
বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়। অপরপক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়। এ অবস্থায় গত শুক্রবার জুমার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জি গ্র“পের সোহেল মাস্টারের সাথে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতন্ডা হয়। এর জের ধরে বাদ জুমা উভয় পক্ষে ১ম দফা সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়। পর দিন শনিবার সকাল ৬টার দিকে একই ঘটনার জের ধরে ২য় দফা সংঘর্ষে ২ জন নিহত ও পুলিশসহ শতাধিক লোক আহত হয়।
সংঘর্ষে নিহতরা হলো- মুগকান্দি গ্রামের লন্ডনি বাড়ির আব্বাস উদ্দিনের ছেলে লন্ডন প্রবাসী কবির মিয়া এবং অপর পক্ষের মৃত মুসলিম মিয়ার ছেলে মতিন মিয়া। ঘটনার পরপর বাহুবল মডেল থানার এসআই রহিম বাদী হয়ে ওই গ্রামের ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj