নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রবাসীসহ আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।
সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে শায়েস্তাঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। নিহতরা হল, জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার আশিক মিয়ার পুত্র জসিম উদ্দিন ও একই মহল্লার মৃত লুতু মিয়ার পুত্র কলেজ ছাত্র আশিক মিয়া (২০)। সে বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার কাতার প্রবাসী দুলন মিয়াকে ঢাকা এয়ারপোর্ট থেকে আনার জন্য তার আত্মীয়স্বজনরা একটি মাইক্রোবাস যোগে ঢাকা যায়। পরে সেখান থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে অলিপুর এলাকায় পৌছলে দাড়িয়ে থাকা একটি ইট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।
খবর পেয়ে শায়েস্তাঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। আহতরা হল, প্রাবাসি দুলন মিয়া, বাচ্ছু মিয়া ও আবিদ আলী।
আহত আবিদ আলী জানান, তাদের বহন করা মাইক্রোবাসটি দ্রুত গতিতে চালানোর কারণে দাড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে করে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj