স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের রেল স্টেশন থেকে থানা পযর্ন্ত সড়কটি ঝুঁকিপূর্ণ ।যেকোনও সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা।এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।জনগুরুত্বপূর্ণ এ সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। সাইকেল, ভ্যান, টমটম,সিএনজি উল্টানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গত বৃহস্পতিবার (১০ আগষ্ট)বিকেলে এই সড়কের উদয়ন আবাসিক এলাকায় মাল বহনকারী একটি টমটম গর্তে পড়ে উল্টে যায়।এতে টমটমে থাকা ৪০-৪৫ হাজার টাকার মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনাটি যাদের চোখে পড়েছে তারা মোবাইল ফোনে ভিডিও, কেউ কেউ ছবি ধারণ করেন।এক পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে দৃশ্যটি। শেয়ার, কমেন্টস হয়েছে ছবিটিতে।
এই সড়কটি দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করার দাবি উঠেছে।বিশেষ করে কোরবানীর ঈদকে সামনে রেখে সড়কটি দ্রুত মেরামত করা না হলে এটি মরন ফাঁদে পরিণত হবে।এদিকে বৃষ্টিতে সড়কের খানাখন্দে পানি জমায় পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি চরমে।সড়কটি এখন মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে।এই রাস্তা দিয়ে শায়েস্তাগঞ্জ শহরে যেতে এখন ভয় হয়। জনস্বার্থে সড়কটির প্রতি কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj