সংবাদদাতা : আজমিরীগঞ্জ উপজেলার সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘাটিয়া বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত এবং পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড গুলি ও ১ রাউন্ড কাঁদানো গ্যাস সেল নিক্ষেপ এবং আহত অবস্থায় ২ জনকে গ্রেফতার করেছে। সংঘর্ষে আজমিরীগঞ্জের শিবপাশার নোয়া হাটি গ্রামের আলকাছ মিয়ার পুত্র আবু (২০) নিহত হন। এ ছাড়া গ্রেফতারকৃত দিলু (১৮) শিবপাশার কাপ্তান মিয়ার পুত্র ও বাবুল (৩৫) একই এলাকার শাহজাহান মিয়ার পুত্র। পুলিশের তত্ত্বাবধানে তারা শাল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাল্লা থানার এএসআই হাবিব, কনস্টেবল আলী হুসেন, ইমরান ও সমীর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াচং-আজমিরীগঞ্জ-শাল্লাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে পলো নিয়ে বিলে মাছ শিকার করতে যায়। ইজারাদারের লোকজন পলো বাওয়া প্রতিরোধের জন্য কামারগাঁও থেকে শতাধিক লাঠিয়াল নিয়োজিত করে রাখে। এ ছাড়া যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শাল্লা থানার একদল পুলিশ বিলপাড়ে মোতায়েন করা হয়। হাজার হাজার মানুষ পলো বাওয়ার জন্য পানিতে নামতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় জনৈক পলোওয়ালা এক পুলিশের গায়ে আঘাত করলে পুলিশ গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং অনেকে আহত হয়। এসময় লাঠিয়ালরাও পলো বাইতে যাওয়া লোকদের উপর হামলা চালালে পুলিশ-লাঠিয়াল বনাম পলো বাওইয়াদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ গুলি এবং গ্যাসসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, শাল্লার মনুয়া গ্রামের মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ঘাটিয়া বিলটি ৩ বছর পূর্বে ইজারা আনে। সমিতির কাছ থেকে শাল্লা ইউপি চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আল-আমীন চৌধুরীসহ ১০/১২জন প্রভাবশালী লোক অলিখিত সাবলীজ নেয়। প্রতি বছর ফাল্গুন-চৈত্র মাসে শাল্লাসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ ওই বিলসহ হাওরের বিভিন্ন বিলে পলো বেয়ে মাছ শিকার করে। কিন্তু ওই প্রভাবশালী মহলটি পলো বাওয়ায় বাধা দেয়। এনিয়ে পলো বাওইয়াদের সাথে তাদের হুমকি-পাল্টা হুমকির ঘটনা ঘটে। সম্প্রতি প্রশাসনের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করিয়ে শাল্লা, ঘুঙ্গিয়ারগাও, সুনামগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে কামারগাঁও থেকে লাঠিয়াল বাহিনী এনে বিলের পাড়ে নিয়োজিত করে। এরপরও গতকাল হাজার হাজার মানুষ পলো নিয়ে বিলপাড়ে হাজির হয়। খবর পেয়ে পূর্ব থেকে পুলিশও অবস্থান নেয়। এ অবস্থায় সর্বশেষ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে শাল্লা থানার ওসি আনিসুর রহমান জানান, পুলিশ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে গেলে পলো বাইতে যাওয়া লোকজন পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj