চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের খোয়াই নদীর পাকুড়িয়া অংশে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি সেলু মেশিন জব্দ করা হয়।
গতকাল সোমবার দুপুরে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাহমনিা আক্তার অভৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে খোয়াই নদীর পাকুরিয়া অংশে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমান আদালত নদী থেকে বালু উত্তোলনের তিনটি মেশিন জব্দ করেন। পরে জব্দকৃত তিনটি বালু উত্তোলনের মিশিন জ্বালিয়ে ধ্বংস করা হয়। এ সময় নদীর পাশে বালু উত্তোলন করা সময় ২টি ট্রাক ভর্তি ২শ’ ৪০ঘনফুট বালু জব্দ করে নিলামে তুলে বিক্রি করা। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন- ভূমি অফিসের সার্ভেয়ার মুনিরুজ্জামান, থানার এএসআই সামছুজ্জামান, সিরাজুল হক।
এ ব্যাপারে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার বলেন- খোয়াই নদীর পাকুরিয়া অংশে বালু উত্তোলনের কোন অর্ডার দেয়া হয়নি। বালু ব্যবসায়ীরা প্রশাসনের অনুমতি ছাড়া বালু উত্তোলন করছে। তিনি আরও বলেন ওই ব্যবসায়ীদের চিঠি দেয়া হয়েছে এবং বলা হয়েছে নদী থেকে মেশিন উঠানোর জন্য বলা হয়েছে।
কিন্ত তারা প্রশাসনক বৃদ্ধাঙ্গল দেখি বালু উত্তোলন করে যাচ্ছে। এমনকি তাদের মোবাইল কোর্ট করা হবে তাও বলা হয়েছে।
ভুমি অফিস সূত্রে জানা যায়, খোয়াই নদীর পাকুড়িয়া অংশে ১কোটি ২৪ লাখ হাজার টাকার লিজ প্রদান করা হয়। এর মধ্যে লিজ গ্রহীতা ৪০ লাখ টাকা পরিশোধ করেন। ফলে সম্পন্ন টাকা পরিশোধ না করা প্রশাসন বালু উত্তোলনের অনুমতি ছাড়া বালু উত্তোলন করা সম্পন্ন অবৈধ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj