হবিগঞ্জ প্রতিনিধি : ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০১৭-তে হবিগঞ্জের চিত্রশিল্পী আশীষ আচার্য্যের চিত্রকর্ম স্থান পেয়েছে। বাউল কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সংগীত সাধনার সৃজনশীল ক্ষমতা জল রং দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছেনে চিত্রশিল্পী আশীষ।
এরআগে ২০১৫ সালে ২১তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ও আশীষ আচার্য্যের চিত্রকর্ম স্থান পেয়েছিল।
এ বছর প্রদর্শনীতে স্থান পেয়েছে সারা বাংলাদেশের ৩৩২ জন শিল্পীর আঁকা বাছাইকৃত ৩৮৪ টি শিল্পকর্ম।
গত ২৬ জুলাই বুধবার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান ও বরেণ্য শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। বিচারকদের পক্ষে বক্তব্য দেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী।
উল্লেখ্য, বাংলাদেশে শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশের চারুশিল্পের একটি বৃহত্তম উৎসব। আজ থেকে ৪২ বছর আগে ১৯৭৪ সালে সমকালীন চিত্রকলা প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিষয়ক কর্মকাণ্ড শুরু হয়। ১৯৭৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু।
২৬ জুলাই থেকে ১৪ আগস্ট ২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত্র ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত্র ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj