মনিরুল ইসলাম শামিম ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাহুবল উপজেলা প্রশাসন। বিদায় বেলায় বাহুবল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ অশ্র“সজল নয়নে তাকে বিদায় জানান।
আজ (০২ আগস্ট) বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া।
বক্তব্য রাখেন বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, ইউপি উদ্দ্যোক্তা মনির খান।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, হাবিবুর রহমান চৌধুরী টেনু, শাহ আব্দাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, কৃষি কর্মকর্তা অফিসার রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, ভেটেরিনারী সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলা শিক্ষা কমকর্তা নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজীর মিয়া, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আইয়ুব আলী, একাডেমিক সুপার ভাইজার সিদ্দিকুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, আলিফ সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রভাষক আইয়ুব আলী, শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল আলম, মিরপুর বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল আমীন এবং গীতা পাঠ করেন শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে কতোটা সফল হয়েছি তা হবিগঞ্জ জেলাবাসী বিবেচনা করবে। আমি দু বছর যাবৎ মেধা ও শ্রম দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করার চেষ্টা করেছি। সরকারি নির্দেশনা মোতাবেক বাল্য বিয়ে মুক্ত হবিগঞ্জ গড়তে কাজ করেছি। শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম চালু করেছি। তিনি বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সকল ও রাজনীতিবিদের উদ্দেশ্যে করে বলেন, সততা ও স্বচ্ছতার সাথে সাধারণ মানুষের সেবা প্রদান করেন। তাহলে দেশের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। এছাড়াও তিনি বলেন, আমি গত দুই বছর হবিগঞ্জে প্রশাসনিক কাজ করায় এখানের মাটি ও মানুষকে আমার হৃদয়ে স্থান করে নিয়েছি। আমি যেখানে কর্মস্থলেই থাকি না কেন হবিগঞ্জের যে কোন সমস্যা নিয়ে আমার কাছে গেলে আমি সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ইউপি চেয়ারম্যান, ইউপি ভূমি অফিস, ইউপি উদ্দ্যোক্তা, অফিসার্স ক্লাব, শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj