নিজস্ব প্রতিনিধি: বাহুবলে মিরপুরে ফুটবল টুর্নামেন্ট চলাকালে প্রতিপক্ষের হামলায় ডিএনআই মডেল হাই স্কুলের ২০ ছাত্র আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ওয়াজিদুল নামে ৭ম শ্রেণীর এক ছাত্রকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার মিরপুর এফ.এন. উচ্চ বিদ্যালয় মাঠে। এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে ডিএনআই মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটি আজ মঙ্গলবার জরুরী সভায় বসছে।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে উপজেলা ১৬টি প্রতিষ্ঠানকে নিয়ে গত শনিবার থেকে ফুটবল, সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুটিজুরী ও মিরপুর হাই স্কুলের পৃথক ভ্যানুতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুর ১টায় মিরপুর এফ.এন হাই স্কুল ও বাহুবল ডিএনআই মডেল হাই স্কুল দলের ফুটবল ম্যাচ শুরু হয়। টান টান উত্তেজনার ম্যাচটি শুরুর ১০ মিনিটের মধ্যে মাঠের দক্ষিণ দিকে দর্শকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মিরপুর হাই স্কুল দলের সমর্থকরা বাহুবল ডিএনআই মডেল হাই স্কুল দলের সমর্থকদের উপর হামলা চালায়। এতে ডিএনআই হাই স্কুলের অন্ততঃ ২০ ছাত্র আহত হয়। আহতদের মাঝে ৭ম শ্রেণীর ছাত্র ওয়াজিদুলকে গুরুতর অবস্থায় প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলার শিকার হয়ে ভ্যানু ছেড়ে ডিএনআই মডেল হাই স্কুলের খেলোয়াররা চলে যাওয়ায় কর্তৃপক্ষ দু’দলকে বাদ দিয়ে অন্যান্য দলের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগীতা সম্পন্ন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাঠে উপস্থিত ডিএনআই মডেল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আবুল ফজল বলেন, আমাদের ছেলেরা ভাল খেলছিল। আগের দিন তারা ৩-০ গোলে জয় লাভ করে। মিরপুর এফ.এন হাই স্কুলের সাথে খেলা শুরু হয়ে দর্শকদের বিচারে আমাদের দলটি ছিল টপ ফেভারিট। এ কারণে আমাদের টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
ডিএনআই মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক বলেন, সোমবার আমাদের ছেলের খেলা ছিল মিরপুর এফ.এন হাই স্কুলের সাথে। ফুটবল খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়কও ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। তিনি বলেন, এফ.এন হাই স্কুল ও ডিএনআই মডেল হাই স্কুলের ফুটবল খেলা মানেই উত্তেজনা। উপ-কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান সাহেবের তা অজানা নয়। তিনি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে খেলা শুরু করেছেন। তিনি বলেন, আমাদের দলকে খেলা থেকে বাদ দেয়ার জন্য ষড়যন্ত্রমূলক হামলার ঘটনার সাথে উপ-কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান জড়িত। তার ব্যর্থতার কারণেরই আমাদের ছেলেরা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। আমাদের ছেলেরা এলোপাতাড়ি হামলা থেকে বাঁচতে ব্যাগ, মোবাইল, কাপড়-ছোপড় ফেলে রেখে জান বাঁচিয়েছে। আমাদের ছেলেরা যখন হাসপাতালে চিকিৎসা নিতে ব্যস্ত তখন কর্তৃপক্ষ আমাদের বাদ দিয়ে ফুটবল নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একতরফা ভাবে আমাদের বাদ দিয়ে টুর্নামেন্ট শেষ করা হয়েছে। একটি স্কুলকে বিজয়ীও ঘোষণা করা হয়েছে। এর কোন আইনি ভিত্তি নেই। আমরা এর শেষ দেখে নেব।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এফ.এন হাই স্কুল লিখিত ভাবে খেলায় অংশগ্রহণ করতে অনিহা প্রকাশ করে এবং ডিএনই মডেল হাই স্কুল মাঠে অনুপস্থিত থাকায় দু’দলকে বাদ দিয়ে প্রতিযোগিতা শেষ করা হয়েছে। তিনি বলেন, খেলা চলাকালে মাঠে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এতে ডিএনআই মডেল হাই স্কুলের ছেলেরা হামলার শিকার হয়েছে বলে শুনেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj