সামিউল ইসলাম, বাহুবল থেকে : বাহুবলে সব রাজনৈতিক দলের নেতারা একমঞ্চে উঠলেন। ভাদেশ্বর ইউনিয়নবাসীর ব্যানারে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত পরামর্শ সভায় এ মেলবন্ধনের দেখা মেলে।
রোববার বিকেলে ভাদেশ্বর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বশির-এর সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদ।
বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আমির উল্লা, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অটোরিকশা অটোটেম্পু সমিতির সভাপতি জয়নাল আবেদীন, ফয়জাবাদ হাইস্কুলের সহ-শিক্ষক আকবর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান দরছ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম হেলাল ও ইউপি মেম্বার ফরিদ মিয়া, নাসিম উদ্দিন, যুক্তিযোদ্ধা হাবিব উল্লা, এখলাছুর রহমান, দুলাল মিয়া, ইয়াকুব আলী, শ্রী কুমার কৈরী, ফুল বানু বেগম, গৌর রানী রুদ্রপাল দুর্গা এবং মিনতি রানী যাদব। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী কাজী আব্দুল মজিদ আবুরু, ইউনিয়ন যুবলীগ নেতা সাইকুল ইসলাম, ফারুক মিয়া, মোঃ হারুন মিয়া, মতুর্জ আলী, সানোয়ার আবদাল আনোয়ার, ফজলুর রহমান ফজল, কৃষকলীগ নেতা আদম মাস্টার, আব্দুর রউফ মায়া আলী, ভাদেশ্বর যুব ঐক্য আহ্বায়ক ফখর উদ্দিন শামীম, বঙ্গবন্ধু ক্লাব সভাপতি মাহবুবুর রহমান বিপ্লব, সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম রানু, চা শ্রমিক নেতা পিয়ারী দাশ, নৃপেন চাষা, জ্যোতিষ বাউরী ও ভিমল ভর প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ওয়ার্ড নেতৃবৃন্দ ও বিশিষ্ট মুরুব্বী।
সভায় সর্বসম্মত ভাবে বাহুবল উপজেলা পরিষদ-এর আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক লন্ডনপ্রবাসী আক্তারুজ্জামান নাসির-এর নাম চূড়ান্ত করা হয়।
সভায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান নাসির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগাপ্লোত হয়ে বলেন, আজ আপনারা আমাকে যে ঋণের জালে আবদ্ধ করলেন এর প্রতিদান দেয়ার মতো ক্ষমতা আমার নেই। তবে, আমি স্বপ্নের দেশ লণ্ডনের বিলাশবহুল জীবনের মায়া ছেড়ে নিজেকে আপনাদের সেবায় উৎসর্গ করলাম। এখন থেকে আপনারা আমাকে যে কাজে, যে ভাবে ব্যবহার করতে চান - আমি সে ভাবেই প্রস্তুত আছি। এ সময় উপস্থিত সহস্রাধিক জনতা তাকে মুহুর্মুহু করতালির মাধ্যমে স্বাগত জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj