মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ফ্রুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ও শব্দ দূষন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবক মূলক সংগঠন ডানপিটে গ্রুপের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ডানপিটে গ্রুপের সভাপতি রাজীব দেব রায় রাজু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।
ডানপিটে গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, ব্যবসায়ী আব্দুল জলিল, ঠিকাদার কবির আহাম্মেদ চৌধুরী, সাংবাদিক আলমগীর কবির, প্রবাসী রাসেল মিয়া, যুবদল নেতা সাইফুর রহমান টিটু, ডানপিটে গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ছাদেক মিয়া, সহ-সভাপতি মাইনুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার আবেদুর রহমান,ইয়াকুব খান, এখলাছুর রহমান সিরাজী, সৈয়দ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান চৌধুরী, ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক সাংবাদিক সুব্রত দেব, সহ ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মুক্তার, দপ্তর সম্পাদক সজিব রায়, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিকেশর চৌধুরী অনিক, সহ প্রচার সম্পাদক জামাল আহাম্মেদ, সদস্য সেলিম মিয়া প্রমুখ।