মতিউর রহমান মুন্না,নবীঞ্জ থেকেঃ বিশ্বজিৎ হত্যাকান্ডের খুনীদের ফাঁসির দাবীতে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে নবীগঞ্জ সনাতন ধর্মাবলম্বী ছাত্র পরিষদ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনসহ নানা শেধণী-পেশার মানুষের ব ̈াপক উপি ̄’তি লক্ষ ̈ করা গেছে। মানববন্ধন সফল করতে এবং নিরীহ বিশ্বজিৎ হত ̈াকান্ডের খুনিদের ফাঁসির দাবী জানিয়ে ব ̈ানার ও ফেষ্টুন হাতে অংশ গ্রহন করেন, গয়াহরি, কেলী কানাইপুর, বাউসা, পুর্ব তিমিরপুর, আμমপুর, কমলাপুর, পাঞ্জারাই ও তাড়নগাওসহ অন ̈ান ̈ এলাকার বিভিন্ন ̄‹ুল-কলেজের ছাত্র ও সনাতন ধর্মাবলম্বী ছাত্র পরিষদের নেত...বৃন্দ। ছাত্র পরিষদের সভাপতি বাপ্পী আচার্যে ̈র সভাপপিত্বে ও সাবেক সদস ̈ সচিব রাজিব ভটধাচার্য ̈ এর পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে অন ̈ানে ̈র মধে ̈ ব৩ব ̈ রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি প ̈ানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম,,পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, শধমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, মৎস ̈জীবি দলের আহ্বায়ক সাহেব আলী, জাতীয়তাবাদী হিন্দু বৈদ্ধ ও খধীষ্টান ঐক ̈ দলের সভাপতি সঞ্জয় কুমার দাশ, ক...ষক পার্টিও সভাপতি কমান্ডার এমএ খালেক, বিএনপি নেতা রসময় শীল, নান্টু চμবর্ত্তী, দিলীপ আর্চায ̈, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায় ̄’, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক কাউছার আলম, উ৩⁄৪ল চৌধুরী, তপন মালাকার, সুকান্ত দাশ, নেপাল শীল, সৈকত দাশ, সুমিত সামন্ত, নয়ন দাশ, রিপন গোপ, উত্তম দাশ, ভা ̄‹র দত্ত রায় রাহুল, চয়ন দাশ, ইমন দাশ, রোমন চμবর্ত্তী, অনিক দত্ত, দধ“ব পাল, প্রীতম আচার্য ̈, জোটন দাশ, দূর্জয় রায়, সুরেন পাল, অভিজিৎ মুন্না, পিকু দাশ, বিল্পব মালাকার, পংকজ দাশ, সুর্য দাশ, নিউটন সরকার, দীপক কুড়ি, অনিক সুত্রধর, সুমন রায়, কনক মালাকার প্রমুখ।
উল্লেখ ̈ যে, বহুল আলোচিত ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর ঢাকায় বিএনপির নেত...ত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের একটি মিছিল থেকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত ̈া করা হয় দর্জী ব ̈বসায়ী বিশ্বজিৎ দাশকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj