নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত ১১ জুলাই ঐ সড়কটি নিয়ে জাতীয়,স্থানীয় পত্রিকা ও বিভিন্ন অন লাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে।এনিয়ে ফেসবুকে বিভিন্ন জন স্ট্যাটাস প্রদান করেন। পত্রিকার সংবাদ ও ফেসবুকের স্ট্যাটাসগুলো উর্ধ্বতন কর্র্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী দৃষ্টিতে পড়ে তিনি তাৎক্ষনিক ভাবে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসকে নির্দেশ প্রদান করেন। গত বৃহস্পতিবার নবীগঞ্জ প্রকৌশলী অফিসের লোকজন বীর মুক্তিযোদ্ধা ফজর আলী সড়কটির পরিমাপ করেন। সড়কটি নিয়ে সংবাদ প্রকাশের পর বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী শাহ শহীদ আলী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য যে,সড়কটি সংস্কারের অভাবে লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটি ইদানিং কার্পেটিং উঠে বেহাল দশা। দেখলে মনে হবে না এটা কোন পাকা সড়ক ছিল। সড়কটির সম্পূর্ন কার্পেটিং উঠে মেটো পথে পরিনত হয়েছে।একটু বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে ভরপুর বিভিন্ন গর্তে পানি জমে কাদায় জন্য চলাচলে অনুপযোগি হয়ে পড়ে। বিগত প্রায় ৩ বছর আগে সড়কটি পাকা করণ করা হয়।নি¤œমানের কাজের জন্য সড়কের কার্পেটিং সম্পূর্ন উঠে যায়। ফলে বৃহৎ গ্রামের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী বলেন সড়কটির সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু সহ প্রতিশ্রুতি ও আস্বাস দিলে সড়ক বিভাগের ডিও লেটার প্রেরন করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের সভাপতি লন্ডন প্রবাসী শাহ শহীদ আলী সড়ক ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করেন। ফলে কিছু দিনের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু হবে শোনে মান্দারকান্দি গ্রামের কয়েক হাজার মানুষসহ আশপাশ এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু বলেন আমি সড়কটি সংস্কার করার জন্য ডিও লেটার দিয়েছি এবং সড়কটি নিয়ে ইদানিং লেখালেখি হবার পর পরিমাপ সম্পন্ন হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যে সড়কটি সংস্কার হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj