মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ জুলাই) সকাল ১১টায় ধর্মঘর ডিগ্রি কলেজের হল রুমে আয়োজিত সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন এবং তা প্রতিরোধের শপথ নেন।
সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় এবং কলেজের অধ্যক্ষ আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. অলিদ মিয়া, সহকারী অধ্যাপক শফিকুল হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, লাল সবুজ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক রোমান আহম্মেদ।
প্রধান অতিথি মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আমাদের প্রত্যেক পরিবারের অভিভাবকদের উচিৎ তাদের সন্তানদের সবসময় খেয়াল রাখা। কেননা অধিকাংশ ছেলে-মেয়ে একেবারে শখে কিংবা অসৎ সঙ্গ পেয়ে মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তিনি মাধবপুরকে মাদক ও জঙ্গিমুক্ত এবং আইনশৃঙ্খলা ঠিক রাখতে মাধবপুরের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণ সমাজ ও কিশোরদের মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাজেদুল ইসলাম পলাশ শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার শপথ বাক্য পাঠ করান। কুমিল্লা থেকে লাল সবুজের ৪ সদস্য প্রতিনিধি দল শনিবার(৮ জুলাই) সিলেট বিভাগের ৪টি জেলায় ভ্রাম্যমান মাদক ও জঙ্গিবাদকে না বলে শিক্ষার্থীদের সচেতন করতে ৭ দিনের সফরে এসেছে। আজ তারা তাদের ৭ দিনের কার্যক্রমের উদ্বোধন করলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj