নিজস্ব প্রতিবেদক : প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা সি.ই.ও মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮ জুলাই অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা, প্রাণ পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন যথাক্রমে নিরাপত্তা কর্মকর্তা মোকাররম হোসেন, নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম আজাদ ও নিরাপত্তা কর্মকর্তা মো. আলমগীর। শোকের প্রতীক স্বরূপ প্রাণ পতাকা ও কালো পতাকা অর্ধনমিত রাখা হয়। ফ্যাক্টরির অভ্যন্তরে মরহুমের প্রতিকৃতি সম্বলিত ব্যানার দ্বারা সজ্জিত করা হয়।
সকল কর্মকর্তাগণ কালো ব্যাজ ধারণ করেন। এ উপলক্ষে বাদ আছর প্রাণ-আরএফএল জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৫টায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রাণ-আরএফএল জামে মসজিদের মোয়াজ্জিন আবু বকর। এরপর প্রয়াত প্রতিষ্ঠাতা সি.ই.ও-এর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মরহুমের স্মৃতি সম্বলিত কবিতা আবৃত্তি করেন উপ-ব্যবস্থাপক (অগ্নি নির্বাপন) আবু হেনা মোস্তফা কামাল ও সহকারী ব্যবস্থাপক (রাস্ক লাইন) শাহরিয়ার ইকবাল। এরপর শোক প্রস্তাব পাঠ করেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব। উপস্থিত সকলে সম্মিলিতভাবে শোক প্রস্তাব গ্রহণ করেন।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক উক্ত শোক প্রস্তাব সম্বলিত স্মারক উন্মোচন করেন। এরপর প্রয়াত প্রতিষ্ঠাতা সি.ই.ও’র বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন হবিগঞ্জ টেক্সটাইল লিমিটেড এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফ হোসেন, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওমর ফারুক, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জব্বার।
সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক- হাসান মো. মঞ্জুরুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠার ইতিহাস ও মরহুম প্রতিষ্ঠাতা সি.ই.ও মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জীবনের নানা দিক ও দেশের জন্য তাঁর অবদান বিষয়ে আলোচনা করেন।
সবশেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন প্রাণ-আরএফএল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-ব্যবস্থাপক (ইএইচএস) শাহীন মাহমুদ। পরে সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং সকলকে বিশেষ ভোজে আপ্যায়ন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj