সামিউল ইসলাম ॥ বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে বুধবার (৫ জুলাই) দুপুর ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির-এর সভাপতিত্বে ও ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোশাহিদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নাসির, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক আপ্তাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, শিক্ষক আকবর হুসেন, শিক্ষক মোঃ নুরুল হক জামান।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইয়ান উদ্দিন, মোঃ ফরিদ মিয়া, মোঃ নাসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা হাবিব উল্লা, একলাছ মিয়া, দুলাল মিয়া, শ্রী কুমার কৈরী, ইয়াকুব আলী, রাধে শ্যাম কৈরী, ফুল বানু, গৌড়ী রাণী রুদ্র পাল দূর্গা, মিনতী রাণী যাদব, পঞ্চায়েত নেতা রুহিত কুমার, জাতীয় পার্টি নেতা মোঃ আমীর উল্লা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী মাখন মিয়া, বাছির মিয়া মহুরি, অমিরণ দেব, মোঃ মানিক মিয়া, বিদ্যা বীন, সাধারণ সম্পাদক আসকর আলী, দরবেশ আলী, নৃপেন চাষা, সাংগঠনিক সম্পাদক আসকির মিয়া, শ্যামল সবর, রুহেল মিয়া, ফজলুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন ভিক্ষাবৃত্তির সাথে জড়িত সকলের তালিকা তৈরী করতে ইউনিয়নবাসীকে চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীর আহব্বান জানান। সরকারের এ টার্গেট বাস্তবায়ন করতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি বিত্তমান ও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত লোকজনদের আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে অর্ন্তভূক্ত, ভিক্ষাবৃত্তি ত্যাগে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, গুচ্ছ গ্রামে আশ্রয় দেয়া অথবা তার সামান্য জমি থাকলে আশ্রয় প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দিয়ে ভিক্ষুকগণকে ভিক্ষাবৃত্তি ত্যাগ করানো সম্ভব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj