"সেই দিন বিকেল বেলা"........ "যোশেফ হাবিব".....
সেদিন সকাল বেলা খুব ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। মনটা ভাল ছিলো না, কারন সেই মেয়েটি যার নাম আমি দিয়েছিলাম "নিশীহনি"। প্রতি মূহুর্তে ওর কথা মাথা থেকে যায়না। যেন প্রতিক্ষনে এসে ঝাপটে ধরে। আর বাড়ি ফিরলাম না। সোজা রুজির কাছে চলে গেলাম। রুজি আমার খুব প্রিয় বন্ধু। ও আমাকে দেখেই বুঝতে পারলো। একটু অভিমান করে বললো-আসলে তুই একটা বোকা। কতো মেয়ে তোকে প্রেমের অফার করে, আর সেই মেয়েটির জন্য তোর এই অবস্থা। ওর কথা শুনে আমার কিছু বলার ছিলো না,শুধু বললাম আসলে "নিশীহনি" আমাকে বুঝতে পারলো না। রুজির সাথে কথা বলতে ভাল লাগছিলো না, বের হয়ে এলাম আমার সবচেয়ে প্রিয় "খোয়াই"নদীর পাড়ে। একা একা বসে আছি, শুধু ওর কথাই ভাবছি, মাঝে মধ্যে ক ফোটা অশ্রু সঙ্গ দেয় আমাকে। দুপুর গেলো, ক্ষিদাও লেগেছে. কিন্তু খাবার ইচ্ছে হচ্ছে না। বসে রইলাম। বিকেল হলো, হঠাত্ একটা ফোন এলো, ফোন রিসিভ করলাম-মেয়ে কণ্ঠ শুনে আমি হতবাক হয়ে গেলাম। ও আমাকে বললো #I_LOVE_YOU. বুকটা কেমন ধক করে উঠলো। ও আবার বললো- #I_LOVE_YOU. দিনটি ছিলো ০৮-০৬-২০১৩. বিকেল ৫টা২৪মিনিট। তখন মনে হয়েছিলো কোথা থেকে একঝাক সুখ পাখি এসে আমাকে ঘিরে ধরলো। কি করবো তখন ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ওকে বললাম #I_LOVE_YOU_TOO_MUCH. তারপর ও ফোন রেখে দিলো। যার জন্য এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হয়েছে, শেষ পর্যন্ত বুঝি সুখপাখিটি আমার কাছে এলো। সেই দিনটি, সেই ক্ষনটি, সেই ফোনটি,সেই কথাটি. আর সেই বিকেল টি আমার সারাজীবন মনে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj