বিনোদন ডেস্ক : ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল মাঠে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত বাউল শাহ আব্দুল করিম স্মরণে লোক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। লোক উৎসবে এবার পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণ ফোন।
মঙ্গলবার ইউএনও’র সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার সাদেকুর রহমান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, প্রয়াত বাউল শাহ আব্দুল করিমের সন্তান শাহ নূর জালাল, প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান ও ওসি বায়েছ আলম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার সাদেকুর রহমান বলেন, ‘বাউল আব্দুল করিম একজন কিংবদন্তী। তিনি শুধু সুনামগঞ্জেরই নয়, সারা দেশবাসীর গর্ব ও অহংকার। তিনি বাংলা বাউল সঙ্গীত তথা লোক সঙ্গীতের একজন পথিকৃত। তিনি বাউল সঙ্গীতকে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন। তার গানের মূল বিষয়বস্তু হচ্ছে, শেকড়ের প্রতি টান। এ ধরনের মহতি উদ্যোগে গ্রামীণ ফোন সব সময় অংশগ্রহণ ও পাশে থাকার চেষ্ঠা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ‘শাহ আব্দুল করিম লোক উৎসব দিরাই তথা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। লাগাতার হরতার-অবরোধ থাকায় এসএসসি পরীক্ষা নিতে হচ্ছে সপ্তাহে দু’দিন শুক্র ও শনিবার। এমতাবস্থায় লোক উৎসবে প্রশাসনিকভাবে ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। বাস্তব অবস্থার নিরিখে এটাকে কেউই যেন বড় করে না দেখেন।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj