হীরেশ ভট্টাচার্য্য হিরো ॥ আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় গত কাল মঙ্গলবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভোট প্রদান করে। শিশু কাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রমে শিক্ষক মন্ডলীকে সহায়তা করা, বিদ্যালয়ে শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা , শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা ও বিদ্যালয়ে পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশ গ্রহন নিশ্চিত করার প্রয়াস নিয়ে সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন গঠনের উদ্যোগ নেয়। ২০১০ সালে সারা দেশে ২০টি উপজেলার ১শ টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট্স কাউন্সিল গঠন করা হয়। প্রথম বারের মতো নির্বাচিত স্টুডেন্ট্স কাউন্সিলের সার্বিক কার্যক্রমে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। যে কারণে পূর্ববর্তী বছরের ১শ টি বিদ্যালয় সহ প্রতি উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়। ২০১১ সালে ৭শ” ৪৩টি বিদ্যালয়ে এবং ২০১২ সালে সারা দেশে সর্ব মোট ১৩ হাজার ৫শ” ৮৩টি বিদ্যালয়ে এক যোগে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়। কাউন্সিল গঠন করে সরকার যে সাফল্য পেয়েছে সেই ধারা বাহিকতা ধরে রাখতে সারা দেশে স্টুডেন্ট্স কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্টিত হয়। সর জমিনে উপজেলার শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কাউন্সিল নিয়ম অনুসারে ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ১২ জন ছাত্র-ছাত্রী নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে ভোটার সংখ্যা ২০৮ জন । বিকাল ৩টার পর বিজয়ীদের নাম ঘোষনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ধীরেশ ভট্টাচার্য্য। বিজয়ীরা হল ৫ম শ্রেণীর সুমাইয়া আফরিন রাত্রি (৬৮ ভোট) ,এমরান মিয়া (৬৭ ভোট) ও সৈরভ খান (৬৪ ভোট) । ৪র্থ শ্রেণীর মরিয়া সুলতানা (৭৫ ভোট) ও কানিজ ফাতিমা রূপু (৪৩ ভোট) । ৩য় শ্রেণীর সুজন মিয়া (৬৭ ভোট) ও ফারজানা আক্তার (৫৬ ভোট) সহ ৭জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। যার মেয়াদ কাল থাকবে ১বছর। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস,এম আবু জুবায়েদ বেলা সাড়ে ১১ টায় টায় বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ প্রতিনিধিকে জানান, গণতন্ত্র চর্চার সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিশু কাল ধেকেই গণতন্ত্র সম্পর্কে ধারনা জন্ম নেবে । সেই সাথে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সংশ্লিষ্ট কাজে যুক্ত হতে পারবে। তবে শিক্ষদেরই স্টুডেন্ট্স কাউন্সিল গঠনের মূল উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করতে হবে। তবেই এ উদ্যোগের সুফল পাওয়া যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj