মনসুর আহমদ নাঈম ঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সারা দেশের মতো জমে উঠেনি ঈদের বাজার ।নামিদামী পোশাক ক্রয় কিনে বিক্রেতাদের মাথায় হাত ।
অপরদিকে ঈদের আমেজ নিয়ে কিছু কিছু পরিবারে রয়েছে এখন ঈদের কেনাকাটায় মহাব্যস্ত । আর মাত্র ৩দিন বাকি পবিত্র ঈদুল ফিতরের ঈদ ।
দেখা যাচ্ছে -গরীব ধনী পরিবারের লোকেরা দলে দলে নিজ নিজ বাজার থেকে সাধ্য মতোা ঈদের কেনাকাটা করছেন ।
নবীগঞ্জের প্রতিটি কাপড়ের ফ্যাশন সহ বিপণী এ বছর রতন টাঙ্গাইাল, হাফ সিল্ক, জামদানী, শাড়ি, ইন্ডিয়ান ত্রিপিছ, ইন্ডিয়ান সুতি শাড়ি,জর্জেট ও টাঙ্গাইল শাড়ি, এবং পূরুষদের প্রথম প্রছন্দের তালিকায় রয়েছে প্যান্ট ক্যাশ অব ক্যান,বাজুরঙ্গী আরমানি, ও ডেসিম , জামিম , চায়না, শার্ট, থাইল্যান্ড, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, চেক পুল ও হাফসার্ট, নবীগঞ্জ শহরের রাজা কম্পেøক্স ,গোল্ডেন প্লাজা মার্কেট , নুরানি মার্কেট, আউশকাািন্দ , ইনাতগঞ্জ, গোপলার বাজার, পানি উমদা বাজার, সৈয়দ পুর বাজার কৈলাশগঞ্জ বাজার, ্ও অন্যান্য বাজারে গত এক সপ্তাহ যাবত চলছে ঈদের কেনাকাটা। তবে এ বছর অন্যান্য বছরের মতো তেমন উপচেপড়া ভীড় ক্রেতাদের দেখা যায়নি।
তাহার কারণ জানতে চাইলে গ্রামের এক কৃষক আব্দূল আলী জানান- গত বছর সব মিলিয়ে তারা ছিলেন সব দিকে সুখী । এ বছর তারা অকাল বন্যার পানিতে বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এবং তাদের স্বপ্নের ফসল বোরো ফসল ঘরে তোলা সম্ভব হয়নি। এবং এখনো বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বন্যার আশংকায় দিন কাটাচ্ছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj