মনিরুল ইসলাম শামিম ॥ সরকারের “রূপকল্প ২০২১” বাস্তবায়নের জন্য আমাদের শিশুদের পুষ্টিহীনতা কোনভাবেই কাম্য নয়। এ শিশুরা আমাদের ভবিষ্যৎ। যে কোন মূল্যে তাদের দৈহিক, মানসিক, নৈতিক, মানবিক ও নান্দনিক বিকাশ সাধনের মাধ্যমে উন্নত জীবন দর্শনে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বায়নের এ যুগে সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল ও সম্প্রসারিত করার মাধ্যমে মানসম্মত শিক্ষা এবং তথ্য প্রযুক্তিভিত্তিক মানসমৃদ্ধ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে “রূপকল্প ২০২১” বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বাহুবল উপজেলা প্রশাসন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাহুবলের পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত দেব প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি রণধীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এবিএম আবু সুফিয়ানের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মো. ফিরোজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ তৈয়ব খান।
উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ ছোবহান মিয়া, সদস্য তাজুল ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা সন্তান শেখ মোঃ জমসেদ আলী, মোঃ রাশেদ খান, ম্যানেজিং কমিটির সদস্য কদ্দুছ আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুনছব খান, মিরপুর ইউপির উদ্যোক্তা শাকিবুল হাসান ফারুক, মোঃ মোবারক মিয়া, মোঃ আফরোজ হোসাইন রমজান, শাহীন মিয়া, জসিম মিয়া, মোয়াজ্জেম আলম, মোঃ বাছির মিয়া, নাঈম মিয়া, সুজন মিয়া, মোঃ মকসুদ আলী, মোঃ আঃ কাইয়ূম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj