নবীগঞ্জ প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর’কে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে শহরে যানজট নিরসনে অবৈধ ফুটপাটের দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছেন।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় ফুটপাতে অবৈধ দোকান পাট উচ্ছেদ ও যত্রতত্রস্থানে দাড়িয়ে থাকা যানবাহন পাকিং বন্দে অভিযান পরিচালনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, ওসি ( অপারেশন) জিয়াউর ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইওয়ার মিয়া, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, মিনি বাস মালিক সমিতির সেক্রেটারী মাহবুবুল আলম সুমন, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দ নাসিমা বেগম, ছনর মিয়া প্রমূখ।
শহরে অসহনীয় যানজটের প্রেক্ষিতে এবং আসন্ন ঈদুল ফিতর’কে সামনে রেখে উপজেলা প্রশাসন গতকাল বুধবার পৌর পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃšেদন সাথে মতবিনিময় করেন।
উক্ত যানজট নিরসনে স্থায়ী সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নিমিত্তে ঈদের পরে ব্যাপকভাবে বসার সিদ্ধান্ত গ্রহন করেন। পাশপাশি ঈদকে সামনে রেখে অবৈধ ফুটপাতে গড়ে উঠা দোকানপাঠ উচ্ছেদে গতকাল বুধবার বিকালে তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করেন।
এতে আগামী শনিবারের মধ্যে সকল প্রকার অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের ব্যবসায়ীদের নিজ নিজ দায়িত্বে তাদের দোকান পাট ও স্থাপনা সড়িয়ে নেয়ার নিদের্শ দেয়া হয়। অন্যতায় রবিবার থেকে মোবাইল কোর্টের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সর্তক করে দেয়া হয়। দেরীতে হলেও উপজেলা প্রশাসনের এ উদ্যোগ’কে স্বাগত জানিয়েছেন নবীগঞ্জ বাসী। তারা নবীগঞ্জকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj