নিজস্ব প্রতিনিধি: বাহুবল মডেল প্রেস ক্লাবের ইফতারপূর্বক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পবিত্র রমজান মাস ধৈর্য্য, সহানুভূতি প্রদর্শন এবং সওয়াব হাসিলের মাস। এ মাসে মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেয়া হয়। পবিত্র রমজানের এ শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে বাস্তব জীবনে ধৈর্য্য ও সহানুভূতি প্রদর্শন করতে পারলে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। গতকাল সোমবার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সম্মানে বাহুবল মডেল প্রেস ক্লাব আয়োজিত ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তার উপরোক্ত কথা বলেন।
বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এএসপি রাসেলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, বাহুবল মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব হোসেন শাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, বাহুবল মডেল থানার এসআই (মিডিয়া অফিসার) মফিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, উপজেলা উলামালীগ সভাপতি মাওলানা এসএম শফিকুর রহমান, বাহুবল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ সোহেল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, যুবলীগ নেতা বদরুল আলম, বিএনপি নেতা হাফেজ আব্দুর রকিব, মাস্টার হাবিবুর রহমান, সাবেক মেম্বার দিলারা আক্তার শিউলী, আজিম উদ্দিন মেম্বার, প্রাক্তন খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি কাজী আলফু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শামীম আহমেদ ও শামীনুর রহমান ও আব্দুল হামিদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বাহুবল মডেল প্রেস ক্লাব সহ-সভাপতি মাওলানা নূরুল আমীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj