এস এইচ টিটু ॥ শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারে হরিজন সম্প্রদায়ের নারী সুখিয়া রবি দাসকে (৩২) কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার ভোর ৫টায় ঘটনাটি ঘটে এবং সকাল ৭টার দিকে সুখিয়া রবি দাস মারা যায়। নিহত সুখিয়া রবি দাস মৃত মনি লাল রবি দাসের স্ত্রী। এ ঘটনায় ঘাতক সাইলু মিয়াকে (২৮)শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সকাল ৯টার দিকে তার বাড়ি থেকে আটক করে।ঘাতক সাইলু মিয়া সুরাবই গ্রামের মৃত আঃ নুরের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, সুখিয়া রবি দাসকে অসামাজিক কাজের কু-প্রস্তাব দেয় সাইলু মিয়া। এতে সুখিয়া দাস রাজি না হওয়ায় হাতের কাছে থাকা কাঠের টুকরো দিয়ে শরীরের বেশ কয়েকটিস্থানে আঘাত করা হয়। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে সুখি দাস।এক সে পর্যায়ে মারা যায়।
ঘটনার খবর পেয়ে সকাল ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানা আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কাউন্সিলের সভাপতি মঈনুল হাসান রতন, মানবাধিকার কর্মী জুনায়েদ আহমেদ, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু ও মানবাধিকার কর্মী এম এম হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইলু মিয়া সুখিয়া রবি দাসকে কু-প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় কাঠের টুকরো দিয়ে আঘাত করলে সে মারা যায়। এখনো মামলা হয়নি।
তবে নিহতের পরিবারের লোকজন মামলা প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj