নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ শহরের থানা পয়েন্টে টমটম ড্রাইবারদের হামলায় কমপক্ষে ১৫ জন রিক্সা শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় হামলা কারীরা অনন্ত ৮/১০ টি রিক্সা ভাংচুর করা হয়েছে। হাতে লাটিসোটা নিয়ে টমটম শ্রমিকরা শুক্রবার বিকালে শহরের ওসমানী রোডস্থ থানা পয়েন্টে হঠাৎ করে সাকুয়া এবং হালিতলা এলাকার রিক্সা চালকদের আটকিয়ে মারপিট করে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।
এ সময় হামলাকারীদের এলোপাথাড়ি হামলায় ৮/১০টি রিক্সা ভাংচুর করা হয়। এ সময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায়।
জানাযায়, গত ক’দিন ধরে নবীগঞ্জ- টুকেরবাজার পর্যন্ত হঠাৎ করে ব্যাটারী চালিত সরকার কর্তৃক নিষিদ্ধ টমটম গাড়ী চলাচল শুরু করলে ওই সড়কে অবস্থানরত সিএনজি চালকরা বাধা দেন। এ নিয়ে সিএনজি ও টমটম শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার থেকে ওই সড়কে টমটম চলাচল করলেও সিএনজি শ্রমিকরা তাদের গাড়ী বন্ধ রাখেন। এ অবস্থায় শুক্রবার দুপুরে ওই সড়কে একটি টমটম গাড়ী যাত্রীবাহি রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে রিক্সা চালক আহত হয়। এ সময় ক্ষিপ্ত রিক্সা চালাক টমটম চালককে চড়থাপ্পড় মারে। এরজের ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ থানা পয়েন্টে টমটম সমিতির নেতা রফি উদ্দিন ধনাই, আমজদসহ প্রায় ৪০/৫০ জনের একদল উচ্ছৃংখল টমটম শ্রমিক হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকুয়া, সর্দারপুর ও হালিতলা এলাকার রিক্সা চালকদের উপর হামলা চালিয়ে প্রায় ৮/১০টি রিক্সা ভাংচুর করে।
এতে কমপক্ষে ১৫ জন রিক্সা চালক আহত হয়। এক পর্যায়ে টমটম শ্রমিকরা লাটিসোটা নিয়ে নবীগঞ্জ কাজিরবাজার সিএনজি ষ্ট্যান্ডে গিয়ে সাকুয়া এলাকার সিএনজি চালকদের খোজেঁ না পেয়ে উত্তেজিত হয়ে উঠেন। এতে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করে। সাধারণ পথচারীরা দিকবেদিক ছুটাছুটি করতে দেখা গেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, ব্যাটারী চালিত টমটম গাড়ী সরকার নিষিদ্ধ ঘোষনা করলেও নবীগঞ্জে বীরদর্পে চলাচল করতে দেখা যাচ্ছে। এতে প্রায় ছোট বড় দূর্ঘটনার খবর পাওয়া যায়। এ ছাড়া উক্ত টমটম গাড়ী বিদ্যুৎ দ্বারা চার্জ দেয়ার কারনে প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে। অপর দিকে চোরাই পথে অসংখ্য টমটম গাড়ী বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়া হচ্ছে।
ফলে বিদ্যুত বিভাগের বিপুল পরিমান অর্থ খোয়া যাচ্ছে। এ ব্যাপারে সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা দাবী করেছেন, অতিসত্ত্বর টমটম গাড়ী বন্ধসহ শহরের প্রাণকেন্দ্রে অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জোর দাবী জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj