চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিরাশী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব সাধন আচার্য্য’র পরিচালনায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, মোঃ মাহবুবুর রহমান ডি.এফ এলজিএসপি-২।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছামাদ মাষ্টার, আলী হায়দার মাষ্টার, কামরুল ইসলাম, বদরুল মাষ্টার, মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, আহাদুজ্জামান খান মাসুক, ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ ছন্দু মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ সুরুজ আলী, মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুল হামিদ, মোঃ ফরিদ গাজী, মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুর রহিম, ইউপি সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ নুরজাহান আক্তার, মোছাঃ নুরুন্নাহার সুলন, মোছাঃ জাহানারা খাতুন, উদ্যোক্তা মোঃ আতাউল হক ইমরান, মা-মণি ঐ.ঝ.ঝ প্রকল্পের এফ.এস.ও শামীমা আক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ গৌরমনি দেব, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া মাষ্টার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, আশরাফুল আলম দুধু প্রমুখ।
উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে ১ কোটি ৩৭ লক্ষ ৮০ হাজার ৬৬০ টাকা আয় ও ১ কোটি ৬৫ লক্ষ ৬২ হাজার ৮২০ টাকা ব্যয় দেখানো হয়েছে এবং ২ লক্ষ ১৭ হাজার ৮৪০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj