নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ পৌরএলাকার পুকুর ও গুরুত্বপূর্ণ স্থানসমূহকে স্বাস্থ্যকর ও নান্দনিক করে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে হবিগঞ্জ পৌরসভা। রোববার (২১মে) এ কাজের অংশ হিসেবে হবিগঞ্জের বদিউজ্জামান খান সড়ক সংলগ্ন পুকুরপাড়ে গাছের চারা রোপণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি, কে গউছ।
এসময় পৌর মেয়র জি, কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরএলাকার বিভিন্ন পুকুর পাড়ে ময়লা আবর্জনা ফেলার প্রবণতা লক্ষ্য করা যায়। পুকুর পাড়ে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে পরিবেশকে স্বাস্থ্যকর ও সুন্দর করে তুলতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবিগঞ্জ শহরের সৌন্দর্য বৃদ্ধি করে আরো স্বাস্থ্যকর ও নান্দনিক করে গড়ে তোলা হবে। এ ব্যাপারে পৌরসভার উদ্যোগের পাশাপাশি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বদিউজ্জামান খান সড়ক সংলগ্ন পুকুরপাড়ে গাছের চারা রোপনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, অপর্ণা বালা পাল, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, কিছুদিন আগে মেয়র জি, কে গউছ সম্প্রতি বদিউজ্জামান খান সড়ক সংলগ্ন পুকুরপাড়ের জীর্ণশীর্ণ অবস্থা দেখে তা জরুরী ভিত্তিতে নান্দনিক করে গড়ে তোলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ওই পুকুরপাড়কে সুন্দর করে সাজিয়ে তোলার সাথে সাথে পুকুর পাড়ের ফাঁকা স্থানে গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও পুকুরপাড়ে জনসচেতনতামূলক সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj