বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইন্টারনেট সপ্তাহ, বিজ্ঞান প্রযুক্তি মেলা, শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা আনন্দঘন পরিবেশের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার হলরুমে এ উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানার পরিচালনায় ও বানিয়াচং নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নূর-এ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে যেমন পরিচিত হতে হবে তেমনি তড়িৎ গতিতে তা ব্যবহারে নিজেকে মনোনিবেশ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের “রুপকল্প-২০২১”তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের নিকট সেবা পৌঁছে দেয়া এই সরকারের লক্ষ্য।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ স্বপন কুমার দাশ, আব্দাল হোসেন খান, প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় প্রমুখ। পরে শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj