রায়হান আহমেদ, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে অত্যন্ত জাঁকজঁমকভাবে দুই দিন ব্যাপী (৩৮তম) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোছা. তাহমিনা আক্তার। সভায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, কাজী শাফিয়া আক্তার, চুনারুঘাট হাসপাতালের টিএইচও দেবাশীষ দেব নাথ, হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা শিরিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ রায়, হাজী আলিম উল্লা মাদ্রাসার অধ্যক্ষ কাউছার আহাম্মদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, ডিসিপি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার মো. সামছুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, অগ্রনী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মামুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আরো অনেকে।
আলোচনা সভার পূর্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। পরে শ্রেষ্ঠ অধ্যক্ষের ক্রেস্ট গ্রহণ করেন রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেণ অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ জামাল উদ্দিন। এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। মেলায় ২০টি স্টল দ্বারা উপজেলার বিভিন্ন স্কুল অংশ গ্রহন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj