মীর সজল,দক্ষিণ কোরিয়া প্রতিনিধিঃ আজ অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল। টুর্ণামেন্টে দুর্দান্ত খেলে সুপার সিক্সারস ভয়েস, সিউল সুপার জায়ান্টকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কিম্পু সুপারষ্টার তৃতীয় স্থান হওয়ায় গৌরব অর্জন করে।
প্রবাসীদের ব্যস্তময় জীবনে আনন্দ দিতে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো)। কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দশটি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।
আনসানের দানউঅন খুছং মাঠে টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান এবং অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, দূতাবাসের প্রথম সচিব জাহেদুল ইসলাম ভূইয়া, কন্স্যুলার মোঃ রুহুল আমিন, দঃ কোরিয়া আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ মতিন, জাফরান গ্রুপের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিকী রানা, হ্যাপী ষ্টার ইন্টারনালের স্বতাধীকারী মোঃ ফরিদুল ইসলাম সহ ইসো'র অন্যান্য নেতৃবৃন্দ।
ফাইনালকে আকর্ষণীয় করতে দর্শকদের জন্যও কয়েকটি ইভেন্ট রাখা হয়েছিল। অন্যতম আকর্ষণ হিসেবে ছিল দূতাবাস বনাম ইসো ম্যাচ। এতে ইসোকে হারিয়ে বাংলাদেশ দূতাবাস জয়ী হয়। আগত দর্শকদের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থা।
টুর্ণামেন্টে স্পন্সর করেছে এস এন হালাল ফুড, এশিয়ানা রেস্টুরেন্ট, হ্যাপি স্টার ট্রাভেলস, এম এস ট্রাভেলস, আল বারাকা রেস্টুরেন্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj