ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাঁশডর দাশের কোনা গ্রামে রাতের আধারে পঞ্চায়েতি লায়েক পতিত রকম ভূমি ও রাস্তার নিকট থেকে মেহগুনী, একাশীসহ বিভিন্ন জাতের শতাধীক গাছ নির্বিচারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
যার অনুমান মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে স্থানীয়দের ধারণা। এঘটানায় বাঁশডর ও দাশের কোনা গ্রামের লোক জনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
গ্রামবাসী সূত্রে জানাযায়, উপজেলার ঐ ইউনিয়নের উল্লেখিত গ্রাম দু’টির পঞ্চায়েতি রাস্তা ও খেলার মাঠের পাশসহ লায়েক পতিত রকম ভূমিতে গ্রামবাসী কর্তৃক প্রায় ১৫ বছর পূর্বে রোপনকৃত মেহেগুনী, একাশীসহ বিভিন্ন জাতের প্রায় শতাধীক গাছগুলো গত শনিবার দিবাগত রাত্রে দাশের কোনা গ্রামের দুই জন প্রভাবশালীর হুকুমে দূর্বৃত্তরা নির্বিচারে গাছগুলো নিধন করে। এঘটনায় বাঁশডর গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুল জব্বার, কমরু মিয়া, গোলাপ মিয়া, দাশের কোনা গ্রামের কামাল মিয়া ও রব্বান মিয়ার হুকুমে ছনর মিয়া, মউলদ মিয়া, আউয়াল মিয়া মোহাম্মদ আলীসহ আরো ৩০/৩৫ জনের একদল লোক মিলে উল্লেখিত পরিমাণ গাছগুলো রাতের আধারে কেটে ফেলে।
গাছগুলো কেটে যাওয়ার সময় বাঁশডর গ্রামের কিছু লোক আচ করতে পেরে এগিয়ে আসলে তাদের চেনা মাত্রই তারা দ্রুতগতিতে পালিয়ে যায়।
গ্রামবাসী আরো জানান, পঞ্চায়েতি জায়গা লায়েক পতিত রকম ভূমি তারা শত বছর ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি কামাল মিয়া গংরা বিভিন্ন কৌশলে জালজালিয়াতির মাধ্যমে রেকর্ড ভূক্ত করিয়ে জায়গার মালিকানা দাবী করে, এমনকি রাতের আধারে চুরি করে তারা গাছ নিধনের মহোৎসবে মেতে উঠেছিল।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পঞ্চায়েত পক্ষের দাবী গাছ নিধনকারী দূর্বৃত্তদের আইনের আওতায় আনতে প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেন। তা না হলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘষের্র ঘটনা ঘটতে পারে বলে সচেতন মহল মনে করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj