ছনি চৌধুরী (হবিগঞ্জ)নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ পৌর এলাকার শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামের আপন ছোট ভাইকে খুন করে দাফন করা জন্য দুটি কবর কুড়ে রাখার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। কবর দেখার জন্য ওই বাড়ির সামনে জনতার উপচে পড়া ভীড়।
এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।আটক দুই সহদোরকে কোর্টে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,উল্লেখিত গ্রামের মৃত উকিল উল্লার দুই পুত্র আব্দুস সালাম ও ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া বাড়ির ভাগ ভাটোয়ার নিয়ে দুই সহদোরের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।গত দুই দিন ধরে এই বিরোধ চরম আকার ধারন করে।
এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার সংঘর্ষে ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক বিচার বৈঠকে কোন সুরাহা দিতে পারেননি শালিস বৈঠকের লোকজন। অনেক সময় সালিশ বৈঠকের উপস্থিতিতে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন।
শালিস ও বিচার ব্যবস্থ্যার কোন সুরাহা না পেয়ে রাগে অভিমানে বড় ভাই আব্দুস সালাম গত শুক্রবার রাতে ছোট ভাই ফারুককে খুন করে দাফন করার জন্য বাড়ি সামনে প্রথমে একটি কবর কুড়ে রাখে। সে বাড়ির লোকজনকে ফারুককে খুন করে দাফন করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছিল। এ খবর শুনে উকিল মিয়ার স্ত্রী মাসুক বিবি স্থানীয় লোকজন কে বিষয়টি অবহিত করেন। স্থানীয় লোকজন সালামকে এই বিষয় মন থেকে বাদ দেওয়ার জন্য বুঝাতে চেষ্টা করেন।
সালাম এতে আরো ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ওই কবরের পাশে আরো একটি কবর কুড়ে রাখেন। সালাম ও ফারুকের মা আরো ভয় পেয়ে রবিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশের এস আই মলাই মিয়া ও এ এস আই আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই সহদোর সালাম (৪২) ও ফারুক (৩৮)কে আটক করে থানায় নিয়ে আসেন। রবিবার সকালেই আটককৃত দুই সহদোরকে হবিগঞ্জ কোর্টে প্রেরন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj