নবীগঞ্জ প্রতিনিধি : বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের শৈলা গ্রামের শৈলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ এবং ‘তারুণ্যের উদ্দীপনা’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন অনুষ্ঠান শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিক উল্যার সভাপতিত্বে এবং উক্ত সংস্থার সভাপতি মোঃ মহসিন আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, কীর্তি নারায়ণ কলেজের অধ্যক্ষ ফয়জুর রব পনি, এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, ১নং ওয়ার্ড মেম্বার রজব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির, ক্বারী মোঃ তালেব উদ্দিন, স্বাস্থ্য সহকারী হারুনুর রশিদ, আব্দুল মোতালিব, মোঃ কামরুজ্জামান, মোঃ জসীম উদ্দিন, সংস্থার অর্থ সম্পাদক রেজাউল আহমদ, সদস্য মাসুমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বী মাহতাব উদ্দিন, সুন্দর আলী, গোলাম মোস্তাফা, গিয়াস উদ্দিন, মিল্লিক মিয়া, মজমদর উল্ল্যা, আনসার মিয়া, শাহাবুদ্দিন, সাইদুজ্জামান, মৌলানা সামছুল আলম, ক্বারী ফখরুল আলম, সংস্থার সহ-সভাপতি আছিয়া বেগম, সীমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার সাজেদা, রাকিব হাসান, সোমা আক্তার, জলিকা আক্তার, মামুনুর রশিদ, জেমি আক্তার, আকিফা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার সহ-সভাপতি আহম্মদ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক রুজিনা আক্তার। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং সংস্থা কর্তৃক প্রকাশিত ‘তারুণ্যের উদ্দীপনা’ ম্যাগাজিনের ১ম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj