সৈয়দ শাহান শাহ পীর॥ আগে বলা হতো বিদেশ যাওয়া যেন সোনার হরিণ,চাকুরী পাওয়া যেন সোনার হরিণসহ গুরুত্বপূর্ণ বিষয়কে গ্রামে-গঞ্জে,শহরে-বন্দরে সোনার হরিণ হিসেবে বলা হতো। আর এখন বিদ্যুৎকে সোনার হরিণ বলা হয়।
কারণ সরকার সারাদেশে বিদ্যুৎতায়ন করে দেশবাসীকে বিদ্যুৎতের আলো ঘরে- ঘরে জ্বালিয়ে দেয়ার প্রতিশ্র“তি রয়েছে। তাই সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বিদ্যুৎ দেয়া হচ্ছে ঘরে- ঘরে প্রশংসনীয়।
হবিগঞ্জ লাখাইয়েও বিদ্যুৎতায়ন হচ্ছে যেন অতীতের রের্কড ছাড়িয়ে। (বিদ্যুৎ পর্যাপ্ত আছে কিনা নজর নেই) কিন্তু বর্তমানে গ্রাম- এলাকায় যেভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে সেভাবে কিন্তু বিদ্যুৎতের আলো জনগণ ভোগ করতে পারছেন না। আর তার কারণ হচ্ছে পর্যাপ্ত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ পর্যাপ্ত না থাকা সত্বেও ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
অন্যদিকে আবার যে সমস্ত স্থান অত্যান্ত পাহাড় টিলা, বাঁশ,ঝোপজঙ্গল, বিশেষ করে গাছ বাঁশএর প্রতিবন্ধকতা অতিক্রম করে এলোমেলো এবং এলোপাতারী অর্থ্যাৎ যত্রতত্র ভাবে সংযোগ দেয়া হয়েছে। ফলে একটু বাতাস, ঝড়, তুফান এলেই বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়। আর তখনই বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎবন্দ করতে বাধ্য হন।
যার ফলে প্রতিমাসে গড়ে মোট প্রায় ১০/১৫ দিন গ্রাহকরা বিদ্যুতের আলো ঘরে-ঘরে জালাচ্ছেন বাকী অর্ধেক মাস বিদ্যুৎবিহীন দিন-রাত অতিবাহিত হয়। অন্যদিকে লোডসেডিং চইত-কাতি বারো মাসতো লেগেই আছে। তবে বিদ্যুৎ বিল পুরোমাসেরেই প্ররিশোধ করতে হয়।
উল্লেখ্য, এ ব্যাপারে বিদ্যুৎতের লাইনম্যানদের সাথে কথা বললে তারা উল্ল্যেখিত সমস্যায় একমত পোষণ করেন। তারা আরও জানান, পল্লীবিদ্যুৎতের লোকবল অল্প। চাহিদার তুলনায় কর্মকর্তা কর্মচারী কম। ফলে, বিদ্যুৎতের গোলযোগ বিভ্রাটসহ বিভিন্ন সমস্যা অসুবিধায় দ্রুত মেরামত সম্ভব হয় না। জনগণ গ্রাহকদের সাথে কথা বললে জানাযায়, বিদ্যুৎ চলে গেলে কখন বা কোনদিন আসবে সে নিয়ে নানা আলোচনা পর্যালোচনা এবং মন্তব্যের যেন আর শেষ নেই। সকলেরই মুুখ থেকে একটি মন্তব্য বের হয়ে আসে “বিদ্যুৎও কি এখন স্বপ্নের সোনার হরিণ হয়ে গেছে”?
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj