মনিরুল ইসলাম শামিম ॥ সারাদেশের ন্যায় বাহুবলে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ (৪ঠা মে) দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী পাসের হারে সর্বোচ্চ ৯৪% পেয়ে হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও জিপিএ-৫ পাপ্তির দিক দিয়ে সর্বোচ্চ ৬টি জিপিএ-৫ মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় উপজেলা মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৭ জন পাশ করে। তাদের পাশের হার ৯৪%।
মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭২ জন পাশ করে। তাদের পাশের হার ৮৫.৭১%।
মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ২৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬টি জিপিএ-৫সহ ২৪১ জন পাশ করে। তাদের পাশের হার ৮৩.৬৮%।
ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন পাশ করে। তাদের পাশের হার ৮০.৯৫%।
শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৮ জন পাশ করে। তাদের পাশের হার ৭৬.৩২%।
ভুলকোট আদর্শ বিদ্যানিকেতন থেকে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ জন পাশ করে। তাদের পাশের হার ৬৯.২৩%।
দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল থেকে ২১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪টি জিপিএ-৫সহ ১৪৩ জন পাশ করে। তাদের পাশের হার ৬৮.১০%।
জগতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ জন পাশ করে। তাদের পাশের হার ৬৩.৮৯%।
পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫সহ ৯৪ জন পাশ করে। তাদের পাশের হার ৬৩.০৯%।
ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ জন পাশ করে। তাদের পাশের হার ৬৮.১০%।
মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ১৬৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি জিপিএ-৫সহ ৯৬ জন পাশ করে। তাদের পাশের হার ৫৭.১৪%।
ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন পাশ করে। তাদের পাশের হার ৪৫.৯৫%।
স্বস্তিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করে। তাদের পাশের হার ৪৫.৪৫%।
দিমুড়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৭৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬১ জন পাশ করে। তাদের পাশের হার ৭৭%।
শাহজালাল (রঃ) সুন্নীয়া দাখিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন পাশ করে। তাদের পাশের হার ৭৩%।
মিরপুর দাখিল মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ জন পাশ করে। তাদের পাশের হার ৭১%।
রাসুলপুর সুন্নিয়া দাখিল থেকে ৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন পাশ করে। তাদের পাশের হার ৬৬.৬৭%।
দিগাম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬ জন পাশ করে। তাদের পাশের হার ৬১.৯০%।
হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন পাশ করে। তাদের পাশের হার ২২%।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সারাদেশের ফলাফল ঘোষণা করেন। এর পূর্বে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের এই অনুলিপি হস্তান্তর করেন।
ফলাফল ঘোষণা শেষে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলের দিক দিয়ে গত বারের চেয়ে এবার পাসের হার ৭ দশমিক ৯৪ শতাংশ পয়েন্ট কমেছে। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে পাঁচ হাজার। পাসের হার কমায় তিনি বিস্মিত নন। তিনি বলেন, “এবার শান্তিপূর্ণ, নকলমুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার পাসের হার অন্যান্য বছরের চেয়ে কম। এক্সামিনাররা খাতা নিয়ে যেত, কিন্তু ভালো করে দেখত না। এবার খাতা দেখার ক্ষেত্রে গাফলতি ছিল না।” তাই ফলাফলে কিছুটা পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj