ছনি চৌধুরী (হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড় তুফান শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় গত ৩দিন ধরে ইনাতগঞ্জ এলাকাসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ফলে জনসাধারনকে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। জানা যায় গত বুধবার রাত সাড়ে ১০টার সময় আকাশ অন্ধকার করে কাল বৈশাখী ঝড় শুরু হয়।
এ সময় উপজেলার বিভিন্ন গ্রামে বাতাশে টিনের চাল উড়িয়ে নেয়াসহ কাচা ঘর বাড়ী বিধ্বস্থ হয়। শত শত গাছপালা উপচে পড়ে। তুফানে ইনাতগঞ্জ,বড় ভাকৈর পূর্ব ও বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে অবস্থিত বৈদ্যুৎ প্রায় ১৭টি খুটি উপড়ে পড়ায় বুধবার রাত থেকে ওই এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ফলে ব্যবসায়ী,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রান্নার কাজে গৃহিনীসহ সর্বস্তরের জনসাধারনদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। সব চেয়ে বেশী বিড়ম্বনায় পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। চার্জ পুরিয়ে যাওয়ায় অনেকের ফোন বন্ধ রয়েছে।
অনেক বাসা বাড়ীতে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে। সন্ধার পর পরই বাজারের ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে বাড়ী চলে যান। অন্ধকারে বাজারসহ গ্রামগুলোতে ভুতুড়ে পরিবেশ পরিলক্ষিত হয়। ফলে ইনাতগঞ্জ এলাকায় চুরি,ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ কবে নাগাদ আসতে পারে ইনাতগঞ্জ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে তাদের মোবাইল ফোনে বার বার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননা।
অনেক চেষ্টার পর রাতে তাদের সাথে যোগাযোগ করলে অভিযোগ কেন্দ্র থেকে জানানো হয়,বিদ্যুৎ সংযোগ দিতে আরো ২দিন সময় লাগতে পারে। ইনাতগঞ্জ বাজারের রওজা অটো পার্টের সত্ত্বাধীকারী জানে আলম বলেন,গত ৩দিন ধরে বিদ্যুৎ না থাকায় সন্ধার পর ঠিক মতো ব্যবসা করা সম্ভব হচ্ছেনা। তিনি দ্রুত কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির প্রতি আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj