নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিভিন্ন ট্রেনের ৪৭টি টিকেটসহ পুলিশের হাতে গ্রেফতারকৃত টিকেট কালোবাজারী আব্দুল কাইয়ুমকে মাত্র ২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি শায়েস্তাগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ কালোবাজারী আব্দুল কাইয়ূমকে ৪৭টি টিকেটসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী প্লাটফর্মে তার টং দোকান থেকে আরো টিকেট উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কাইয়ুমকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে মাত্র ২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয়ার আদেশ দেন। সাথে সাথে ২শ’ টাকা পরিশোধ করে ছাড়া পায় কাইয়ুম।
কাইয়ুমকে গ্রেফতারের পর শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক সাংবাদিকদের বলেছিলেন, জনগণের দুর্ভোগ লাঘবে পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের কাছে কাইয়ূম অনেক কালোবাজারীর নাম প্রকাশ করেছে। তাদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার সকালে কাইয়ুমকে মাত্র ২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেয়ার ঘটনায় এলাকাবাসী অনেকেই মন্তব্য করেন পুলিশ অন্য কালোবাজারীদের ধরলেই কি আর না ধরলেই কি। তারা ধরা পড়লে ২শ টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে।
অবশ্য গতকাল জরিমানা দিয়ে কাইয়ুমের ছাড়া পাবার খবর না ছাপার জন্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ তদবির করেন। সূত্র জানায়, কাইয়ুমকে ছাড়ানোর ব্যাপারেও শক্তিশালী তদবির হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কালোবাজারীদের দৌরাত্ম্যে অতিরিক্ত টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে বাধ্য হচ্ছিলেন। কাইয়ুম গ্রেফতারের পর অনেকেই মনে করেছিলেন এবার হয়তো তাদের দৌরাত্ম্য কমবে। কিন্তু তাকে এভাবে ছেড়ে দেয়ায় আমরা বিস্মিত হয়েছি। এছাড়া কাইয়ুমের কাছে একসাথে ৪৭টি টিকেট কিভাবে ছিল তাও খতিয়ে দেখা দরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj