মনিরুল ইসলাম শামিম, বাহুবল (হবিগঞ্জ) ॥ হাসনা রফিজ চৌধুরী ট্রাস্ট-এর উদ্যোগে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভাার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আল রশিদ-এর সভাপতিত্বে ও কমিটির সদস্য সামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, জেলা পরিষদের মহিলা সদস্য আলেয়া বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার দেব, রামপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ ফেরদৌস চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ মায়া আলী, হাসনা রফিজ চৌধুরী ট্রাস্ট-এর সমন্বয়ক সৈয়দ আজহারুল ইসলাম, অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ইবাদুর রহমান। উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ম্যানেজিং কমিটির সদস্য নাছিম উদ্দিন, মনিরুজ্জামান ফারুক, মহিলা সদস্য বেলু ভৌমিক, মেম্বার ইয়াকুব আলী, দুলাল মিয়া, ফুল বানু বেগম, মিনতি রাণী যাদব, গৌরি রাণী দূর্গা, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, আহম্মেদ হোসেন রানু, সফর উদ্দিন, হাফেজ সামছুল হক, বাচ্চু মিয়া, ফারুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমেদ, গীতা পাঠ করেন রাজন সরকার।
অনুষ্ঠানে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের ১৫ জন ও অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসার ৩ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে জন প্রতি ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনৈতিবিদ রফিজ উদ্দিন চৌধুরী রাজা মিয়া ও তার সহধর্মিনী হাছনা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে তাদের পরিবারের সদস্যরা হাসনা রফিজ চৌধুরী ট্রাস্ট গঠন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj