রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক এক মতবিনিময় সভা হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব মোঃ রোকন উদ্দিন।
জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এএসপি (মিডিয়া) মোঃ মিজানুর রহমান, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালেহ উদ্দিন জামান, বিটিভি’র প্রতিনিধি আলমগীর খান, চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ ও স্বাস্থ্য সেবা এবং শিক্ষা বিভাগ সহ নানা দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের গৃহিত একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা প্রকল্প, নারীর ক্ষমতায়ন প্রকল্প, সবার জন্য বিদ্যুত, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার মতো জনস্বার্থ সংশ্লিস্ট কর্মসূচীগুলো দ্রুত বাস্তবায়নে সাধারন মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি সুশীল সমাজের সহযোগিতা প্রত্যাশা করে জেলা প্রশাসন।
সেই সাথে এই ধরনের কর্মসূচী হাতে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়শী প্রশংসা করে তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য স্ব স্ব দপ্তরের সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj