ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রাম থেকে গাজাঁ, ২টি ৩ফুটি লম্বা গাজাঁর গাছ সহ এক মাদক সম্ট্রাটকে পুলিশ আটক করেছে।
জানাযায়, উপজেলার ২নং বড় ভাখৈর ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত নর্মদা চরন দাশ এর পুত্র শ্যামল চন্দ্র দাশ দীর্ঘদিন ধরে বিরর্দপে মাদক ব্যবসা করে আসছে। এমনকি তার বাড়ির ওঠানে বড় ২টি গাঁজার গাছও রোপন করে বাগান তৈরী করার চেষ্টায় লিপ্ত থাকে। তার এহেন অসামাজিক কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ট। কেউ তার বিরোদ্ধে কথা বলার সাহস পায়না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে ক্ষোভ নিয়ে বলেন কি আর বলবো ওই এলাকার ৮০% ভাগ মানুষ মাদকাক্ত! কে কার কথা শুনে ছেলে মেয়েদের নিয়ে খুব দুচিন্তায় আছি।
এমন সংবাদ ইনাতগঞ্জ ফাঁিড়র পুলিশকে অবগত করলে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনর্চাজ ধর্মজিৎ সিনহা ও এস আই এ.কে এম রাসেল এর নেতৃত্ব একদল পুলিশ তার বাড়ি হরিনগর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ২টি গাজাঁর বড় ২টি গাছ সহ শ্যামল চন্দ্র দাশকে গ্রেফতার করে সক্ষম হয়।
এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনর্চাজ ধর্মজিৎ সিনহার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পাই শ্যামল চন্দ্র দাশের বাড়িতে প্রায়ই সন্ধার পর গাঁজার আসর বসিয়ে এলাকার উঠতি বয়সের যুব সমাজকে ধ্বংস করছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত ১০টা ১৫মিনিটের সময় আমরা তার বাড়িতে অবস্থান করি। এতে গাঁজা সেবকরা তা আচ করতে পেরে পালিয়ে যায়।
তবে, শ্যামলকে আটকের পর তার ঘর থেকে ২৫০গ্রাম গাঁজা ও তার বাড়ির ওঠানের পূর্ব পাশে ৩ফুটেরও বেশী লম্বা ২টি গাঁজার গাছ উদ্ধার করে সম্ট্রাট শ্যামল চন্দ্র দাশকে গ্রেফতার করে ইনাতগঞ্জ ফাঁড়িতে নিয়ে আসেন।
তিনি আরো জানান, শ্যামলের কাছ থেকে মাদক সেন্ডিকেট ব্যবসায়ীদের অনেক তথ্য পেয়েছি। শ্যামল পূর্বে গাঁজা’র খুচরা বিক্রেতা ছিল। এখন সে গাঁজা বিক্রি করতে করতে খামারিতে পরিনত হয়েছে! তার কাছ থেকে তথ্য উদ্বঘাটন করে এস আই এ.কে এম রাসেল মাদক আইনের মামলায় তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। মাদক সম্রাট শ্যামল গ্রেফতারের খবরে এলাকার সচেতন মহলের লোকজনের মধ্যে স্বস্থি ফিরে আসে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj