ডেস্ক : আগামীকাল সোমবার পবিত্র লাইলাতুল মিরাজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সোমবার দিবাগত রাতে (২৬ রজব দিবাগত রাতে) সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করেন। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধানও করা হয় এই মহিমান্বিত রাতে। মুসলিমদের কাছে এ রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। জিকির-আসকার, নফল নামাজ আদায় ও দোয়ার মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবেন তারা।
১৪০০ বছর আগে ২৬ রজব দিবাগত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথোপকথন শেষে পৃথিবীতে ফিরে আসেন মহানবী (সা.)। মেরাজের রাতে ফেরেশতা জিব্রাইল (আ.) রাসূলকে (সা.) নিয়ে কাবা শরিফের হাতিমে যান। জমজমের পানিতে অজু করে বোরাক নামক বাহনে আরোহণ করেন মহানবী। মক্কা শরিফ থেকে জেরুজালেমের বাইতুল মোকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে নবীজী জিব্রাইলের (আ.) সঙ্গে প্রথম আকাশে পৌঁছান। সেখানে হজরত আদমের (আ.) সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন হজরত মুহাম্মদ (সা.)। এভাবে সাত আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে সাক্ষাৎ করেন হজরত ঈসা (আ.), হজরত ইয়াহইয়া (আ.), হজরত ইদ্রিস (আ.) হজরত হারুন (আ.) হজরত মুসা (আ.) এবং হজরত ইব্রাহিমের (আ.) সঙ্গে।
সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহায় গমন করেন মহানবী (সা.)। সেখান থেকে রফরফ নামক যানে চড়ে আরশে আজিম যান। সেখানে এক ধনুক দূরত্ব থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় তার।
মেরাজ শেষে রাসূল (সা.) পুরো ঘটনা হজরত আবু বকরের (রা.) কাছে বর্ণনা করেন। তিনি রাসূলের (সা.) মুখে শুনেই নিঃসংশয়ে তা বিশ্বাস করেন। এ ঘটনায় রাসূল (সা.) তাকে সিদ্দিকী বা বিশ্বাসী খেতাব দেন। মক্কার কাফেররা রাসূলের মেরাজের ঘটনাকে অবিশ্বাস করে। বিশ্বের শত কোটি মুসলমান মেরাজের ঘটনাকে বিনা প্রশ্নে বিশ্বাস করেন।
দিনটি উপলক্ষে সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়াও দেশের প্রতিটি মসজিদে এশার নামাজের পর দোয়া ও আলোচনা করা হবে। মঙ্গলবার অনেকে নফল রোজা রাখবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj