মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে
নবীগঞ্জের সোনাপুর গ্রামে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টাকালে আশু দেবনাথ (৩০) নামের এক লম্পটকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে গ্রামবাসী। ধৃত লম্পট উপজেলার হলিমপুর গ্রামের অমরিকা নাথের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধায় ওই এলাকার স্থানীয় হাওরে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের হতদরিদ্র ইমাম উদ্দিন দীর্ঘদিন ধরে হলিমপুর গ্রামের নিকটে ভুমিহীন পাড়ায় বসবাস করে আসছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় তার শিশু মেয়ে (৮) গরুর ঘাস আনতে বাড়ির পাশের কুনিঝুড়ি হাওরে যায়। এ সময় হলিমপুর গ্রামের অমরিকা দেবনাথের লম্পট ছেলে আশু দেবনাথ ঝাপটে ধরে শিশু মেয়েকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুর আতচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আশু দেবনাথ পালানোর সময় জনতা আটক করে এবং শিশু মেয়েকে উদ্ধার করে। এ সময় জনতা লম্পটকে গণধুলাই দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর দাশ নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে এসআই সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল যান। এ সময় জনতা তাকে পুলিশের নিকট সোর্পদ করেন। ইউপি চেয়ারম্যান সমর দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশু দেবনাথ পরিবারের সদস্যদের নিয়ন্ত্রনের বাহিরে এক বখাটে ছেলে। শিশু মেয়েটির উপর নির্মম ঘটনার বিচার দাবী করেন তিনি। উত্তেজিত জনতা ঘটনার নায়ক আশু দেবনাথের কঠোর শাস্তি দাবী করেন। এছাড়াও তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার আরো একাধিক অভিযোগ করেছেন এলাকাবাসী। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj