হাফিজুর রহমান আবু হানিফা: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৭ ও ১৮ এপ্রিল সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখবেন।
১৭ এপ্রিল দুপুরে হেলিকপ্টার যোগে তিনি কিশোরগঞ্জ ও নেত্রকোনা এলাকার হাওর পরিদর্শন শেষে সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করবেন।
বিকালে তিনি সুনামগঞ্জ শহরে পৌঁছাবেন। পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সুনামগঞ্জের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে কথা বলবেন।
পরদিন ১৮ এপ্রিল সকালে তিনি আবারো হেলিকপ্টার যোগে সুনামগঞ্জের দেখার হাওর, জগান্নাথপুরের নলুয়ার হাওর, দিরাই-শাল্লা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জ এলাকার বিভিন্ন হাওর পরিদর্শন করে ঢাকায় ফিরবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, আমরা সুনামগঞ্জের বোরো তলিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত কৃষকদের বর্তমান অবস্থাসহ হাওরের সার্বিক অবস্থা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি।
আগাম বন্যা প্রতিরোধের জন্য সকল নদী খনন ও কৃষকদের কৃষি ঋণ মওকুফসহ সহায়তা প্রদানের দাবি জানিয়েছি। তিনি আমাদের সকল বক্তব্য শুনেছেন। ১৭ ও ১৮ এপ্রিল তিনি হাওর এলাকা পরিদর্শন করবেন। ১৭ এপ্রিল সন্ধ্যায় তিনি শিল্পকলা একাডেমীতে হাওরের বোরো ফসলহানি ও আগামী দিনের সমস্যা নিরসনের বিষয়ে মতবিনিময় করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj