নিজস্ব প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় ২০১৫ উপস্থিত বক্তৃতায় দেশ সেরার গৌরব অর্জন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করায় বাহুবল করাঙ্গী খেলাঘর আসরের সদস্য লুৎফুর রহমান তহবিলদারকে সম্মাননা প্রদান করেছে হবিগঞ্জ বর্ণমালা খেলাঘর আসর। গত শুক্রবার সকাল ৮টায় শিরিষতলার লন টেনিস মাঠে হবিগঞ্জ বর্ণমালা খেলাঘর আসরের বর্ষবরণ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
বর্ণমালা খেলাঘর আসরের সভাপতি আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, খেলাঘর আসর হবিগঞ্জ জেলার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও লেখিকা তাহমিনা বেগম গিনী, নারীনেত্রী অধ্যাপিকা শওকত আরা চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সুধাংশু সূত্রধর, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিপুল রায় সহ হবিগঞ্জের সাং®কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র বাহুবলের কৃতি সন্তান লুৎফুর রহমান তহবিলদারের অন্যান্য কৃতিত্ব অর্জনের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০১৭ সিলেট বিভাগের শ্রেষ্ট আবৃত্তি শিল্পী হবিগঞ্জ জেলার ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭ ‘ভাষা ও সাহিত্যে’ জেলায় প্রথম স্থান অর্জন, জে.এস.সি বৃত্তি লাভ, বাংলাদেশ ডিবিড ফেডারেশন (বি.ডি.এফ) এ দলীয় ভাবে অংশ নিয়ে সিলেট বিভাগে চ্যাম্পিয়ন এবং সমকাল বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগে রানারআপ এর কৃতিত্ব ইত্যাদি।
সে বাহুবল উপজেলার বিশিষ্ট সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার ও সুগৃহিনী হোসেনা খাতুনের একমাত্র পুত্র। হবিগঞ্জ বর্ণমালা খেলাঘর আসরের এ সম্মাননা প্রাপ্তিতে লুৎফুর সংগঠনের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj