চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের ভয়ে ঐ মুক্তিযোদ্ধার পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন। বিচারের বাণী যেন নিরবে নিভৃত্বে কাঁদছে।
জানা যায়, বিগত ৮নভেম্বর ২০১৪ইং তারিখে ভোর বেলায় উপজেলার ৯নং রাণীগাও ইউনিয়নের মিরাশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর বাড়িঘরে সশস্ত্র একদল সন্ত্রাসী হামলা ও লুটপাট করে।
এসময় সন্ত্রাসীরা তার বাড়িঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। এগুলো করেই সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি ঐ মুক্তিযোদ্ধা ও তার মেয়ে মুসলিমা খাতুন (৩৫)কে রশি দিয়ে বেঁধে একই গ্রামের গাবরু মিয়াসহ একদল সন্ত্রাসী প্রহার করতে করতে রাণীগাও ইউনিয়ন অফিসে নিয়ে যায় এবং সেখানে নিয়ে চেয়ারম্যান শফিকুর রহমানসহ একদল লোক আবারও তাদেরকে মারধোর করে এবং ঐ চেয়ারম্যান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করেন।
সন্ত্রাসীদের হামলায় ঐ মুক্তিযোদ্ধার কন্যার ৩মাসের গর্ভ নষ্ট হয়ে যায়। আহতদের এলাকাবাসী উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সুরুজ আলী বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে মিরাশী গ্রামের গাবুর মিয়াকে প্রধান আসামী করে ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বি-বিচারক মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।
বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী ও তার পরিবারের সদস্যরা এক মাত্র মাথাগোজার শেষ সম্বল হারিয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঐ মুক্তিযোদ্ধা পুলিশ প্রশাসনসহ মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj