নিজস্ব প্রতিনিধি ॥ অবশেষে নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। গত ১০ এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একপত্রে হবিগঞ্জ জেলা প্রশাসককে নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণে কোন বাধা নেই বলে জানিয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার এই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য গতকাল বুধবার জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা থেকে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে গতকাল উপজেলা নির্বাচন অফিস ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী নির্দেশনা চেয়েছেন।
গতকাল এ বিষয়টি নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়নে জানাজানি হলে এলাকাবাসীর মাঝে প্রাণ সঞ্চার হয়েছে। গত বছরের ৪ জুন নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন ছাড়া ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে থাকে।
এ নিয়ে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। জেলার শিল্প এলাকা খ্যাত ওই দুই ইউনিয়নে এলজিএসপি সহ বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমেও নানা বৈষম্য তৈরি হয়। সুত্রে জানা গেছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সলিসিটর অনুবিভাগ সরকারের উন্নয়নমুলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে উক্ত দুইটি ইউনিয়নে নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj