এম. সাজিদুর রহমান, বাহুলব (হবিগঞ্জ) ॥ বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফি আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি রাসেলুর রহমান রাসেল, এএসপি (শিক্ষানবিশ) মমিনুল হক, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি ডা. বেনু দেব, প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, সদর ইউপি সচিব ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন মেম্বার আব্দুল মালেক, শুকুর আলী, ছুরত আলী, এলাইছ মেম্বার, আলফা বেগম, সেলিনা বেগম, শিল্পী দেব, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল আলম, প্রধান শিক্ষক মাধুরী রাণী দেব, এসআই কাজী জিয়া উদ্দিন, সাংবাদিক এম. সাজিদুর রহমান, মনিরুল ইসলাম শামিম, হেলাল মিয়া, খালেদ চৌধুরী, শিক্ষক আব্দাল মিয়া, মানসী বিশ্বাস, হারুন অর রশিদ, স্বজল দেব নাথ, জাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে পুষ্টির মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে এ জন্যই সরকার মিড-ডে মিল কার্যক্রম চালু করেছে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও স্বাস্থ্য বিভাগকে প্রাধান্য দিয়ে যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj